আরিফুলের অলরাউন্ড কৃতিত্ব, প্রাইম ব্যাংকের জয়
১৯৫ রানের সঞ্চয় নিয়েও দারুণ লড়াই করে খেলাঘর কল্যাণ সমিতি। বোলাররা জমিয়ে তোলে ম্যাচ। কিন্তু আরিফুল হকের ব্যাটিং দৃঢ়তায় জয় নিয়ে ফিরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৫৩ বলে অপরাজিত ৩২ রান করে দলকে ২ উইকেটের জয়ের স্বস্তি এনে দেয় আরিফুল হকের ব্যাট। শুধু কি ব্যাটে? বল হাতেও ম্যাচের প্রথমভাগে দারুণ সাফল্য দেখান আরিফুল। ২৪ রানে ৪ উইকেট শিকার করেন। ব্যাটে-বলে মিরপুরে এই ম্যাচকে পুরোপুরি নিজের করে নিলেন এই অলরাউন্ডার।
শনিবার, ৯ মার্চ ২০১৯, ১৬:৪৯